ঢাকা, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১ | ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশে গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে পুরো চলতি সপ্তাহজুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টির পরিমাণ মধ্য অক্টোবরের পর কমে আসবে বলেও জানানো হয়।

এদিকে শনিবার পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সারা দেশে মৌসুমি বায়ু ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে। এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অতি ভারি বৃষ্টি না হলেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।