ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা ওসমান গনি লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-র্যাব।
ওসমান গনি লিটন ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক।
র্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে লিটনকে গ্রেপ্তার করা হয়।