ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

শিবপুরে অক্ষত সাবেক এমপি সিরাজ মোল্লার সাম্রাজ্য

শিবপুরে অক্ষত সাবেক এমপি সিরাজ মোল্লার সাম্রাজ্য

গ্লোবাল টিভি ছবি

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী :সাবেক এমপি সিরাজ মোল্লা টাকা, পেশি শক্তি আর রাজনীতির প্রভাবে নরসিংদীর শিবপুরে নিজ নির্বাচনী এলাকায় রাতারাতি অলিখিত সম্রাটে পরিণত হয়েছিলেন। রাজনীতিকেই টাকা কামানোর হাতিয়ার বানিয়ে গড়ে তুলেছিলেন এই সাম্রজ্য। 

শিবপুর বাজনাব এলাকার মৃত ফয়জুদ্দিন মোল্লা বাজনাব বাজারে বোতলে করে তৈল বিক্রি করতেন। আর তার চার ছেলে সিরাজ মোল্লা, নুরুল ইসলাম মোল্লা, তাজুল মোল্লা, রফিকুল ইসলাম মোল্লা এলাকা থেকে বাঁশঝাড় ক্রয় করে বাজারে বিক্রি করতেন বলে জানান এলাকাবাসী। আর চার সন্তানের ভরনপোষণ করতে হিমশিম খেতে হয় ফয়জুদ্দিনের। যার ফলে সিরাজ মোল্লা নরসিংদী সরকারী কলেজে এইচএসসি অধ্যয়নরত অবস্থায় অন্যের বাড়িতে লজিং থেকে জীবিকা নির্বাহ করতেন বলেও জানান এলাকাবাসী। 

তিনি ডলার সিরাজ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ১০ বছর আগে শিবপুর থেকে প্রথম এমপি হওয়ার পর থেকেই বাড়তে থাকে সম্পদের পাহাড়। শুরু হয় বৈধ অবৈধ পথে শেয়ারবাজার, ডলার আর ম্যানপাওয়ারের ব্যবসা। এছাড়া সালমান এফ রহমানের সাথে মিলে শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নরসিংদী শহরে আকাশচুম্বি বিল্ডিং রয়েছে সিরাজ মোল্লার। নরসিংদী বাজির মোড়, উপজেলা মোড় ও চিনিশপুর এলাকায় সবচেয়ে বড় ১৮ তলা বিল্ডিং তার। এছাড়া নরসিংদী পাঁচদোনা চায়না বাংলা সিরামিক্স, কাঁচপুর চায়না বাংলা সিরামিক্স,ঘোড়াশালে পুবালি জুট মিল লি:,ইটাখোলা সিএনজি পাম্প, বাজনাব নিজ এলাকায় রাজকীয় বাড়ী, শিবপুরে নিজস্ব অফিসসহ অসংখ্য জায়গা জমি, বাঘাব ও কামাটেক এলাকায় শত শত একর জমি, চরসিন্দুর এলাকায় শত শত একর জমি, ঢাকাতে অনেকগুলো বিলাসবহুল বাড়ি ও জমি রয়েছে বলে জানা যায়। 

এছাড়াও প্রাইম ব্যাংকের পরিচালক, নেত্রকোনায় বিডিসিরি এলাকায় চুনাপাথর ব্যবসা, আর যতদুর চোখ যায় শুধু সিরাজ মোল্লার জমি বলে জানায় এলাকাবাসী। আর বর্তমানে চার ভাই প্রত্যেকেই অঢেল সম্পদের মালিক।  আর এসব ব্যবসা দেখাশোনা করেন পিএস কালাম, তিনিও বর্তমানে কোটিপতি। আর এসব দেখাশোনা করতে সিরাজ মোল্লা  নিজ এলাকাসহ নরসিংদতে গড়ে তুলেছেন লাঠিয়াল বাহিনী, যার কারণে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, তার তৈরি সিন্ডিকেটের মাধ্যমে ভূমি দখল, শেয়ার বাজার লুট,হুন্ডি ব্যবসা, ম্যানপাওয়ার ব্যবসা নিয়ন্ত্রণ করেই প্রতিবছর হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে সাবেক এই এমপি সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে। শুধু তাই নয়, সরকারি সব দপ্তরের নির্মাণকাজের নিয়ন্ত্রণও ছিল তার হাতে। 

সাবেক এমপি সিরাজ মোল্লার নির্বাচনী এলাকা ঘুরে অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, এই জেলায় সড়ক, এলজিইডি, কৃষি, খাসপুকুর, সরকারি জমি ও বিভিন্ন নিয়োগ বাণিজ্যসহ দুলালপুরে বালু ব্যবসা ছিল তার দখলে। পরিবারের সদস্যরা তার ক্ষমতা কাজে লাগিয়ে শিবপুরসহ পুরো জেলায় গড়ে তোলেন সাম্রাজ্য। যার ধাপে ধাপে ছিল অনিয়ম, দুর্নীতি ও দখল বাণিজ্য। ক্ষমতার দাপটে সেই সিরাজ মোল্লা স্ত্রী ফেরদৌসীকে বানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। 

শুধু দুর্নীতি আর অবৈধ সম্পদের পাহাড়ই গড়েননি সাবেক এমপি সিরাজ মোল্লা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে ছাত্রদের উপর হামলার নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে আদালতে সকালে মামলা করলে তা বিকালে ক্ষমতা ফাটিয়ে প্রত্যাহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

বর্তমানে সাবেক সিরাজ মোল্লা ও তার পরিবারের সদস্যরা গা ডাকা দিয়েছেন। নরসিংদীতে অপরাধ সংঘটনেও সমান সিদ্ধহস্ত ছিলেন তিনি। কয়েক বছরে সাবেক এমপি সিরাজ মোল্লা ও তার পরিবারের সদস্যদের সম্পদ বেড়েছে কয়েক হাজর গুণ। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কোন প্রদক্ষেপ দেখা যায়নি।