ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

নওগাঁয় ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা

নওগাঁয় ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা

গ্লোবাল টিভি ছবি

নওগাঁ প্রতিনিধি: গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং বিলুপ্তপ্রায় খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁ সদর উপজেলার কাদোয়া গ্রামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা। জনপ্রিয় এই খেলা দেখতে বৃষ্টি উপেক্ষ করে পুকুর পাড়ে জমে বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড়। 

শুক্রবার কাদোয়া গ্রামের পাথারা বড় পুকুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কাদোয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জহির রায়হান চলচিত্র সংসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রহমান রায়হান,নগর কৃষি নগর চাষি নওগাঁর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাদোয়া যুব কল্যান সংঘের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মাহফুজ হোসেন, সভাপতি মোবাশে^র হোসেন, সাধারণ সম্পাদক নাইম হোসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরে দুই দফায় ২টি হাঁস ছেড়ে দেন আয়োজকরা। হাঁস দুটি ধরতে ঝাঁপিয়ে পড়ে ১০০ জনের ২টি দল। পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকেন। হাঁস ধরতে শুরু হয় হইচই। প্রতিযোগীরা কখনও সাঁতার আবার কখনও ডুব দিয়ে একটি হাঁসের পেছনে ছুটতে থাকেন। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ১ম দফায় হাসঁটি ধরেন সিয়াম হোসেন এবং ২য় দফায় বিজয় অর্জন করেন নাসির হোসেন।