গ্লোবাল টিভি ছবি
বরগুনা প্রতিনিধি: বরগুনার সৈয়দ মোতাহেরা বানু সাহিত্য পরিষদের সাহিত্যানুষ্ঠানে আর্থ-সামাজিক পত্রিকা ‘পূর্বা’ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বরগুনা পৌর সুপার মার্কেটের আইডিইবি মিলনায়তনে কবি মর্তুজা হাসান সৈকতের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোশতাক আহমেদ, সহকারী অধ্যাপক ভাস্কর রঞ্জন, সাংবাদিক হিমাদ্রি শেখর কেশব, মনোয়ার হোসেন, প্রাবন্ধিক আব্দুর রহমান সালেহ, কথাসাহিত্যিক জাহাঙ্গীর কবির মৃধা, বরগুনা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সমরেশ কর্মকার, কবি বিপ্লব দাস, চিকিৎসক কামরুল হাসান মিরাজ, সাংবাদিক সোহাগ হাওলাদার।
পরিষদের সভাপতি ও মুখ্য আলোচক হিসেবে কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মর্তুজা হাসান সৈকত বলেন, লেখার মান এবং বিষয়বৈচিত্র বিবেচনায় নিলে পূর্বা অত্যন্ত সমৃদ্ধ একটি আর্থসামাজিক পত্রিকা। এর পাশাপাশি পত্রিকাটির গেটআপ এবং মেকআপও অসাধারণ। ফলে, প্রকাশের শুরু থেকেই সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে পত্রিকাটি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাবন্ধিক আব্দুর রহমান সালেহ।