ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনে শক্তি প্রয়োগের তথ্য সরকার লুকাতে চাইছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলের নেতা জি এম কাদের।
মঙ্গলবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, সাধারণ মানুষের ধারণা, ছাত্র আন্দোলনে ছাত্রলীগসহ সরকারি দলের অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের তথ্য প্রচারিত হওয়ার আশঙ্কা আছে বলেই সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখতে চাইছে। মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও অবাধ তথ্যবিনিময়ে বাধা সৃষ্টি মানুষের স্বাভাবিক অধিকারের পরিপন্থি।
পরিপূর্ণ ইন্টারনেট সেবা সচলের দাবি জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। প্রবাসী কর্মীরা যথাসময়ে কর্মস্থলে যেতে না পারায় ভিসা জটিলতা সৃষ্টি হচ্ছে। ইন্টারনেট পরিষেবা যত বেশি বন্ধ থাকবে, মানুষের জীবন-জীবিকা ততই কঠিন হবে।