ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: কারফিউর কারণে রবিবার থেকে মঙ্গলবার সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি থাকায় টানা পাঁচ দিন পর আজ বুধবার থেকে আংশিকভাবে খুলেছে অফিস-আদালত। আজ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস। এছাড়াও ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনও চলবে একই সময় পর্যন্ত।
আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করায় রাজধানীতে চলতে শুরু করেছে গণপরিবহন। তবে সড়কে তীব্র যানজটে বিপাকে পড়েছেন অফিসগামীরা। অনেকেই বাধ্য হয়ে হেঁটে অফিসে যান। আবার রিকশা, সিএনজিচালিত অটোরিকশায় গুনতে হয় দ্বিগুণ ভাড়া।
সেইসাথে বিকাল পাঁচটার পর আবার কারফিউ বলবৎ হলে কিভাবে বাসায় ফিরবেন অফিস-ফেরৎ মানুষ, এমন অনেকেই শঙ্কার মধ্যে পড়েছেন।