ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

সুনামগঞ্জের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

গ্লোবাল টিভি ছবি

মিজানুর রহমান, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালি রাবার ড্যাম এলাকায় চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার দুপুরে ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ফতেপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হেকিমের সভাপতিত্বে ও ব্যাবসায়ী জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাবসায়ী ফজল আহমেদ, নূর আহমদ, আব্দুল মতিন, রাজমিন, ফয়জুল হক, হুমায়ুন কবির মৃধা, মমসর আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে পিরিজপুর, ফুলভরী, কাটাখালি, ঘাগটিয়া ও চাতলপাড়সহ বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করছে একটি সিন্ডিকেট চক্র। নূর হোসেন, নূর আলম, মমিন, বাবুল, মোহন, জামির জালাল, সোহেল, সোহেল২ ও শাহজাহান গংদের নিয়ে এ সিন্ডিকেট চক্র গড়ে তোলেছেন ইউপি চেয়ারম্যান। গত একমাস যাবৎ এ সন্ত্রাসী চাঁদাবাজ চক্রের খপ্পরে পড়ে বিপাকে পড়েছেন এলাকার স্থানীয় শ্রমিক ও ব্যাবসায়ীরা।

বক্তারা আরো বলেন, গত একমাস আগেও আমাদের এলাকায় কোন ধরনের চাঁদাবাজি ছিলো না। কিন্তু বর্তমানে চাঁদা না দিয়ে নৌকা নিয়ে বের হতে পারছে না ব্যাবসায়ী ও শ্রমিকরা। বিভিন্ন স্থান থেকে তাদের নৌকা আটকিয়ে মারধর করে চাঁদা আদায় করে ওই সন্ত্রাসী চক্র। ছোট নৌকা প্রতি ৫০০ ও প্রতি বলগেট থেকে ১০ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করছে চক্রটি। এছাড়াও স্থানীয় নৌ-পুলিশের নামেও চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে খরচার হাওর থেকে রক্তি নদীতে নৌকা ডুকতে দেয় না ওই সিন্ডিকেট চক্র। এমনকি চাঁদা না দেয়ায় শ্রমিকরাও কাজ পাচ্ছে না। 

ফতেপুর ইউপি চেয়ারম্যানের ফারুক আহমেদের ফোনে বারবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।