ফাইল ছবি
শাহরিয়ার হাসান: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামাতের প্রশিক্ষিত ক্যাডাররা সারাদেশে ব্যাপক সন্ত্রাসী তান্ডব চালাচ্ছে। তাদের লক্ষ্য, সরকার হটানোর দূরভিসন্ধি বাস্তবায়ন। কোটা তাদের কাছে কোন ইসু নয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
অশুভ শক্তির ঘৃণ্য তৎপরতা থেকে মাতৃভৃমিকে রক্ষায় সারাদেশের নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক,অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।