গ্লোবাল টিভি ছবি
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘সাহিত্যসন্ধি’ আয়োজিত সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২৪। সাহিত্যসন্ধি’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি শান্তা কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার আতিক হেলাল। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট বাংলা একাডেমির ফেলো গবেষক এ কে শেরাম।
অনুষ্ঠানে সিলেটের তিনজন গুণী লেখক ও সংগঠককে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন- কবি এনায়েত হাসান মানিক, কবি পুলিন রায় এবং সংগঠক মুস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান অতিথি সংবর্ধিত তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী লেখক আহমেদ সৈয়দ শাহনুর, কবি ও সংবাদপাঠক রবিউল মাশরাফী, কবি ও বাচিক শিল্পী সাবিনা আনোয়ার, কবি শফিকুল আলম টিটন, সাংবাদিক আব্দুল মমিন বাবুল, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সংগঠক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্যসন্ধির সাধারণ সম্পাদক রিপন মিয়া। সঞ্চালনায় ছিলেন কবি মাসুদা সিদ্দিকা রুহি এবং শিপুল আমিন চৌধুরী।
আর বক্তব্য দেন কবি ধ্রুব গৌতম, জান্নাত আরা খান পান্না, শামীমা আক্তার ঝিনু, অমিতা বর্ধন, হৃষীকেশ শংকর রায়, ছয়ফুল আলম পারুল, কামাল আহমদ, জালাল জয়, জসিম উদ্দিন, বিমান বিহারী বিশ্বাস, রুকসানা বেগম, মুন্নী আক্তার, রাজিয়া সুলতানা, আশালতা, সাজিদুর রহমান, কোবাল বখত, শিব্বির আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সংস্কৃতিবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে যথাসম্ভব সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি সাহিত্যিকগন স্বরচিত লেখা পাঠ করেন।