ফাইল ছবি
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জমি চাষাবাদ নিয়ে বিরোধের জেরে পাইপ ও হাতুড়ির পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের এগ্রিমেন্ট (সাব-কবলা) জমি নিয়ে এই ঘটনা ঘটে। ১০ জুলাই বুধবার সকাল আনুমানিক ৮টার সময় এই বিরোধী জমি চাষাবাদে যান হারুন সিকদার, কবির শিকদার এবং ফারুক শিকদার গং। এই খবর শুনে বাধা দেয়ার জন্য এগিয়ে যান পরেশ বিশ্বাস এবং স্ত্রী পরিবার। দুই পক্ষের কথার কাটাকাটিতে এক পর্যায়ে হারুন সিকদার (৪০) কবির সিকদার (৪৫) এবং ফারুক শিকদারের (৪৮) পাইপ এবং হাতুড়ির পিটুনিতে গুরুতর আহত হন পরেশ বিশ্বাস (৩৫)।
গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে পটুয়াখালী সদর হসপিটালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই বিকালে তার মৃত্যু হয়।
বাউফল থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন গণমাধ্যমকে জানিয়েছেন, থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।