ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ

ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ

ফাইল ছবি

গ্লোবাল ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন। তার পূর্বসূরি বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার এ হামলার নিন্দা জানিয়েছেন। ট্রাম্প গুরুতর আহত না হওয়ায় তারা স্বস্তিবোধ করছেন। 

নির্বাচনি সমাবেশে ভাষণ চলাকালে গুলি চালানো হয় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে। বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস। সে ২০ বছর বয়সি একজন শ্বেতাঙ্গ তরুণ।

এ ঘটনার পর রাজনৈতিক বিবৃতি ও টেলিভিশন বিজ্ঞাপনগুলো বন্ধ রাখে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনি প্রচার শিবির। 

সব রাজনৈতিক শিবিরের রাজনীতিকরাই একযোগে বলছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক সহযোগী ও সমর্থক এ সহিংসতার জন্য বাইডেনকে দোষারোপ করেছেন।