ছবি: বাসস
নিজস্ব প্রতিবেদক: পাবনায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি মাকিদ হায়দার।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজার নামাজ শেষে জেলা সদরের আরিফপুরের কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার (১০ জুলাই) সকালে ঢাকার উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাকিদ হায়দার। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি উচ্চ ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে মাকিদ হায়দার স্ত্রী, এক ছেলে, এক মেয়েস রেখে গেছেন।
আজ শ্রদ্ধা নিবেদনের জন্য মাকিদ হায়দারের মরদেহ প্রথমে বাংলা একাডেমিতে নেয়া হয়। পরে তার নিজ জেলা পাবনায় নিয়ে আসা হয়।
১৯৪৭ সালে পাবনা সদরে দোহারপাড়া গ্রামে জন্ম মাকিদ হায়দারের। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এ কবির রচনার মধ্যে রয়েছে ‘রোদে ভিজে বাড়ী ফেরা’, ‘আপন আঁধারে একদিন’, ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’, ‘বাংলাদেশের প্রেমের কবিতা’, ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’, ‘কফিনের লোকটা’, ‘ও প্রার্থ ও প্রতিম’, ‘প্রিয় রোকানালী’ ও ‘মমুর সাথে সারা দুপুর’। ২০১৯ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান মাকিদ হায়দার।