ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ছবি: গ্লোবাল টিভি

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার মনকাসাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্রগ্রামের সীতাকুন্ড এলাকার পারভেজ (২৫) ও একই এলাকার বাপ্পি (২৬)। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মহাসড়কে চার লেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দুইপাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কেটে রাখা কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে ওঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে। এতে তারা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতাহাল সম্পন্ন করেছে।