ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ছবি: গ্লোবাল টিভি

মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালাদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

রবিবার দুপুর একটার দিকে ইউনিয়নের পাঁচগাও আলহাজ্ব ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ও পুলিশ জানায়, সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী  উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিলো। এতে ইউপি চেয়ারম্যান সুমন বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানেরব পক্ষে অবস্থান নেন। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান সুমনের সাথে ধস্তাধস্তি করে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্য বুকে গুলি করে চলে যায়।

পরে সুমনকে উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ঢাকা নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। 

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির  নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করেননি পুলিশ সুপার। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।