ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের বিক্ষোভ

শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের বিক্ষোভ

ছবি: গ্লোবাল টিভি

এমএ কাইয়ুম, মাদারীপুর: বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় মাদারীপুরের শিবচর প্রেসক্লাব প্রাঙ্গণে রবিবার ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। 

ভুক্তভোগী পরিবারের  পক্ষ থেকে ঠিকাদার শহিদুল ইসলাম মৃধার শাস্তির দাবি করা হয়। এছাড়াও  ব্রিজের  তদারকির দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদেরকে এই মৃত্যুর জন্য দায়ী  করা হয়। পরে  শিবচর উপজপলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ সেলিমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

গত ২২ জুন একটি মাইক্রোবাস হলুদিয়া লোহার ব্রিজ পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় ১০ জন নিহত হন। 

উল্লেখ্য, মাইক্রোবাসটি শিবচর থেকে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। নিহতরা সকলেই স্বর্ণালংকার পরিহিত ছিলেন, সেগুলোও তাদের দেহে পাওয়া যায়নি, এমন অভিযোগ করেন স্বজনরা।