ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

শাহরিয়ার বাঁধন: আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের নামে পড়াশোনা নষ্ট করছে শিক্ষার্থীরা এ আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ররিবার সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা  বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

শেখ হাসিনা অভিযোগ করেন, ভোট চুরি আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বলেই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। তাদের অত্যাচার নির্যাতনের বীভৎসতা যেন ফিরে না আসে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবানও জানান তিনি। 

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর যখন রাজপথের আন্দোলনে বিএনপি-জামাত সরকারের পুলিশ নির্যাতন করে, তখন আত্মপ্রকাশ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে পার হয়েছে ২২ বছর। 

তিনি বলেন, নিজের চিন্তা বাদ দিয়ে অতীতের মতো যুব মহিলা লীগের নেতাকর্মীদের দেশের কল্যাণে কাজ করতে হবে। 

কোটা আন্দোলনের কোন যৌক্তিকতা নেই উল্লেখ করে বক্তব্যে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে অযথা সময় নষ্ট করছে শিক্ষার্থীরা।

তিনি বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্রক্ষমতা ছাড়তে হয়েছিল খালেদা জিয়াকে। বিএনপি- জামাতের অত্যাচার নির্যাতনের বীভৎসতা যেন ফিরে না আসে সেবিষয়েও সকলকে সচেতন থাকতে হবে।