ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ জুন বুধবার খুলে দেয়া হবে। শুক্রবারের পাশাপাশি শনিবারও থাকছে সাপ্তাহিক ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  জানানো হয়, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেয়া হবে। ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, চলতি বছরের শিক্ষাপঞ্জি হিসেবে  ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে ১৩ জুন। তা চলমান থাকার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে তা এক সপ্তাহ কমানো হয়েছে।