ছবি: সংগৃহীত
আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর পানিতে ডুবে মইনুদ্দিন (৬) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কামরাঙ্গিরচর রুপনগর নৌকাঘাটে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই শিশুকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা মো. ফিরোজ মিয়া জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পুকুরপাড় গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর ব্যাটারীঘাট রূপনগর তিন নম্বর গলিতে ভাড়া থাকেন। তিনি ভ্যান চালক। চার ভাই এক বোনের মধ্যে মাইনুদ্দিন ছিল তৃতীয়। বিকালে অন্যা শিশুদের সাথে সে বাসার কাছাকাছি নৌকাঘাটে খেলছিল। হঠাৎ পা পিছলে বুড়িগঙ্গার পানিতে পরে তলিয়ে যায়। জানতে পেরে আমি নিজেই বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে ছেলেকে উদ্ধার করি। কিন্তু বাঁচাতে পারিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।