গ্লোবাল টিভি ছবি
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে শতশত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে নোয়াখালীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় মধ্যখান পুর ডলফিন ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে প্রাইজমানি জিতে নেয় রাস্তারহাট স্পোর্টিং ক্লাব।
ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা.এম মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রশিদ কিরণ।
পুরস্কার বিতরণ শেষে এমপি কিরণ নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছল হক সামছু, জিগাতলা জোনের সাব পোস্ট মাস্টার ইব্রাহিম খলিল টিপু, চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: আবুল হাসান, কাদিরপুর ইউনিয়ন আ.লীগের সা: সম্পাদক জাবেদ উদ্দিন সুজন।