ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু

ছবি: গ্লোবাল টিভি

মো. লুৎফর রহমান.হিলি.(দিনাজপুর): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। 

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক জানান, গত ১৪ জুন শুক্রবার হতে ২১ জুন শুক্রবার পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। শনিবার বেলা সাড়ে ১১ থেকে বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে। 

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক আছে।