গ্লোবাল টিভি ছবি
এমএ কাইয়ুম, মাদারীপু: মাদারীপুরে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না বিক্রেতারা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় চামড়া ব্যবসায়ীদের হাতে অসহায় হয়ে পড়েছে বিভিন্ন এতিমখানার চামড়া বিক্রেতারা।
তাদের অভিযোগ, চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার দাম তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারের বেঁধে দেয়া মূল্যের কোন তোয়াক্কা করছে না একদল চামড়া ব্যবসায়ী। ফলে চামড়া নিয়ে বিপাকে পড়ছেন বিক্রেতারা।
চামড়ার মূল্য না থাকায় অনেকেই বিভিন্ন স্থানে ফেলে রেখেছেন। তবে চামড়া ব্যবসায়ীরা বলছে, লবণের দাম বেশি, শ্রমিক পাওয়া যায় না, এসব কারণে তারা চামড়া কিনতে আগ্রহ নেই।
তবে এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কোন নজরদারি চোখে পড়েনি।