ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

ঈদের দিনেও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: কাদের

ঈদের দিনেও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: কাদের

গ্লোবাল টিভি ছবি

শাহরিয়ার বাঁধন: ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপির এমন তথ্য ভুল মন্তব্য করে তিনি বলেন, এমন পরিস্থিতিতেও গতবারের চেয়ে কোরবানি বেশি হয়েছে। 

মঙ্গলবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা, দুদকেও স্বাধীন করেছেন তিনি। যতই প্রভাবশালী, হোক দুর্নীতি করলে কারো ছাড় নেই। 

মিয়ানমারের প্রসঙ্গে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সার্বভৌমত্বে কোথায় আঘাত হানা হচ্ছে তা শুধু তারাই জানে। সমালোচনা করে বিএনপিসহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে। মূল্যস্ফীতি আছে, এটা কমাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।