ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা

ফাইল ছবি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলসহ শার্শা সীমান্তপথ দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সর্বোচ্চ সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোল সীমান্তের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে সতর্কতার বিষয়টি গ্লোবাল টিভিকে নিশ্চিত করেছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আলম।

শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় চলতি ঈদুল আযহায় ৫ মণ ওজনের গরুর চামড়া ৫৫০-৬০০ এবং ১০ মণ গরুর চামড়া ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে ৫ মণ ওজনের কোরবানি গরুর চামড়া ৮০০ থেকে ১হাজার রুপি ও ১০ মণ ওজনের গরুর চামড়া প্রতি পিস ১২শ' পর্যন্ত বিক্রি হচ্ছে।

দেশে চামড়ার বাজার মূল্য তুলনা মূলক কম হওয়ায় অনেক সময় কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেন না। সরকারি দামে ক্রয়-বিক্রয়ে সাড়া থাকে না। ফলে স্থানীয়রা আশঙ্কা করছেন এ সময়টায় চামড়ার দাম ভারতে একটু বেশি থাকবে। সে জন্য বেশি মুনাফার আশায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে বলেই সীমান্ত পথ দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সর্বোচ্চ সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড (বিজিবি)।