ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

হাসপাতালে শীর্ষেন্দু

হাসপাতালে শীর্ষেন্দু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তিনি হাসপাতালে ভর্তি হন।

সোমবার রাতে আনন্দবাজার পত্রিকা জানায়, তার বুকে নতুন পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে ভালো আছেন ‘মানবজমিনের’লেখক।

চিকিৎসার নিয়ম অনুসারে নির্দিষ্ট সময় অন্তর পেসমেকার বদলাতে হয়। তার  পেসমেকার পুরোনো হয়ে গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্দিষ্ট দিনে তার অস্ত্রোপচার হয়, সঙ্গে সামান্য শ্বাসকষ্ট শুরু হয়।

তবে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ৮৮ বছরের সাহিত্যিকের অবস্থা স্থিতিশীল।