ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

শাহরিয়ার বাঁধন: অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। কারণ, তাদের শাসনামলে সার-বিদ্যুতের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার সকালে গণভবনে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিদেশী বীজ ব্যবসায়ীদের লাভবান করতে বেগম জিয়া বিএডিসি বন্ধ করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তারা কখনোই চায়নি এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক আর আওয়ামী লীগ কৃষিতে ভর্তুকি দেয়াসহ কৃষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছে। 

শনিবার সকাল গণভবনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃষক লীগের নেতাকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। 

আওয়ামী লীগই সামাজিক বনায়নের কার্যক্রম শুরু করে দাবি করে তিনি নগরায়নের ফলে কৃষি জমি যেন নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। 

কোরবানীতে পশু কোরবানির সময় পরিবেশ রক্ষা সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।