ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

সমালোচানার মুখে সরানো হলো কোকের বিজ্ঞাপন!

 সমালোচানার মুখে সরানো হলো কোকের বিজ্ঞাপন!

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকেই মুসলিম বিশ্বে কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা বড় একটি অংশ বয়কট করেছে । সম্প্রতি বাংলাদেশে এ পানীয়ের একটি বিজ্ঞাপন প্রচার করা হয়।

বিজ্ঞাপনে বলা হয়, কোকা-কোলার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। তবে বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। সামাজিক মাধ্যমে শুরু হয় প্রতিবাদ। অবস্থা বেগতিক দেখে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে কোকা-কোলার ইউটিউব চ্যানেল থেকে। 

আজ মঙ্গলবার দুপুরের পর থেকে কোকা-কোলার ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞাপনটি। যদিও বিষয়টি নিয়ে এখনও কোকা-কোলা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, সামাজিক মাধ্যমে উদ্ভূত পরিস্থিতিতে বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোকা-কোলা কর্তৃপক্ষ। 

এদিকে কোকা-কোলা বিবৃতি না দিলেও নিজেদের অবস্থান পরিষ্কার করে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন বিজ্ঞাপনটির নির্মাতা শরাফ আহমেদ জীবন এবং অভিনয়শিল্পী শিমুল শর্মা।