গ্লোবাল টিভি ছবি
আবদুল হাকিম, বান্দরবান : নাইক্ষ্যংছড়িতে ঘুমন্ত স্বামীর অণ্ডকোষ কেটে রক্তাক্ত করেছেন স্ত্রী। সোমবার (১০ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই এলাকার আবুল ফজলের ছেলে জয়নাল আবেদীন (৩০) রাতে গভীর ঘুমে আচ্ছন্ন, এ সুযোগে স্ত্রী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোছড়ি এলাকার আবুল কালামের কন্যা রেশমা আক্তার(২৩) স্বামীর অণ্ডকোষের নীচের অংশ ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত জখম করেন।
জয়নাল আবেদীনের শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে জয়নাল আবেদীন চিকিৎসাধীন রয়েছেন। রেশমা আক্তারকে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি'র চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি'র চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে ঝগড়া চলছিল কয়েকদিন ধরে। এর জেরে ঘুমন্ত স্বামীকে স্ত্রী ব্লেড দিয়ে অণ্ডকোষ কাটার চেষ্টা করে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আবদুল মান্নান বলেছেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।