গ্লোবাল টিভি ছবি
আবু রায়হান সরকার: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী এক বছরের জন্য (২০২৪-২৫) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আজহারুল হক মিজান সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সুমন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, উপদেষ্টা সাহানা রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি রাহি রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের।