ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২ | ১৯ শাওয়াল ১৪৪৬

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

গ্লোবাল টিভি ছবি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) : বেনাপাল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিক তার এক বন্ধুকে নিয়ে ভ্যান যোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পাঁচুয়ার বাওর নামক স্থানে দুর্বৃওরা তার ওপর এ হামলা চালায়। 

বন্দর কাস্টমস ওয়ইং স্কেলের দায়িত্বরত রাফিউল ইসলাম নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়ক রিকশাভ্যান যোগে তার এক বন্ধুক নিয় ঘুরতে যাওয়ার সময় পাঁচুয়ার বাওড় এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয় য়ায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।