গ্লোবাল টিভি ছবি
শাহরিয়ার হাসান: বিএনপি-জামায়াত আলেম ওলামাদের ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে, এমন অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন ফিলিস্তিনে গণহত্যায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএনপি-জামায়াত ও তাদের দোসররা কোনো প্রতিবাদ জানায়নি।
বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরের পরিনত হয়েছে বলেও দাবি করেন হাছান মাহমুদ।
ওলামা লীগের সভাপতি কেএম আব্দুল মমিন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ ওলামা লীগের নেতৃবৃন্দ।