গ্লোবাল টিভি ছবি
মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পাথর ব্যবসার কথা বলে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আবিরের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কুমারশীল মোড়ের মো সহিদুল ইসলাম আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
টেংকেরপাড় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মাদানী এন্টারপ্রাইজের আবির কুলাউড়া হতে শাহবাজপুর পর্যন্ত রেললাইনের পাথর সাপ্লাইয়ের কাজ পাবার কথা বলে বাদীকে সন্তোষজন লভ্যাংশ দিবে বলে বিভিন্ন সময়ে ১ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। মাদানী এন্টার প্রাইজের ব্যাংক একাউন্টে ১ কোটি ৫০ লাখ টাকা জমা দেয়া হয়। ২৪ জানুয়ারি আবির জানায়, পাথর সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এ সময় তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে আমি আমার সমুদয় টাকা ফেরত চাইলে এক পর্যায়ে তিনি টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন ।
তিনি আরও জানান,বাড়ি ও স্ত্রী স্বর্ণালংকার বিক্রী করে এবং সঞ্চিত জমানো টাকা হারিয়ে এখন তিনি নিস্ব অবস্থায় জীবন যাপন করছেন। এ ব্যাপারে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।