ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

নির্বাচনে না আসার মাশুল বিএনপিকেই দিতে হবে: কাদের

নির্বাচনে না আসার মাশুল বিএনপিকেই দিতে হবে: কাদের

গ্লোবাল টিভি ছবি

শাহরিয়ার বাঁধন: বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙ্গা করবে, এমন পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি হুঁশিয়ারী দেন, বিএনপি ষড়যন্ত্র করলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। 

সোমবার  দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীর স্বজনদের প্রার্থিতা নিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। 

তিনি দাবি করেন, বিএনপিকে কেউ বাইরে থেকে মদদ দিবে,চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে।


১৪ দলীয় জোট আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলীয় জোট আছে। জোট নেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, জোট আছে এবং যথাসময়ে আলাপ আলোচনার জন্য বসবেন। 

বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই জানিয়ে তিনি বলেন,তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট। নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে, তার মাশুল তাদের দিতে হবে।