ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে থাকছেন যারা

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে থাকছেন যারা

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক: ৩০ মার্চ শনিবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও ডানহাতি পেসার হাসান মাহমুদ। প্রথম টেস্টের দলে মুশফিকুর রহিমের জায়গায় যুক্ত হলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তাওহিদ হৃদয়ের। 

এছাড়া চোট সমস্যা থাকায় মুশফিক হাসান চট্টগ্রাম টেস্টে নেই। তবে ধারাবাহিক ব্যর্থতার পরেও টিকে গেছেন লিটন দাস।
সাকিব সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে।

বাংলাদেশের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান ও নাহিদ রানা।