ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

অগ্নিঝরা মার্চ: ২০ মার্চ ১৯৭১

অগ্নিঝরা মার্চ: ২০ মার্চ ১৯৭১

গ্লোবাল টিভি ছবি

আজ ২০ মার্চ। ১৯৭১-এর আজকের দিনে (২০ মার্চ) ঢাকায় ইয়াহিয়া খানের সঙ্গে প্রেসিডেন্ট হাউজে বঙ্গবন্ধুর সোয়া দুই ঘণ্টার বৈঠক হয়। 

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, স্বাধীন দেশের মুক্ত নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে বাংলার মানুষ প্রস্তুত বয়েছে। 

বঙ্গবন্ধু বলেন, কাল আবার বৈঠক হবে। 

তিনি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান।

চারুকলার শিল্পীরা স্বাধীনতা পোস্টার বুকে বেঁধে অসহযোগ আন্দোলনে রাস্তায় বের হন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ২৩ মার্চ স্বাধীন পূর্ববাংলা দিবস হিসাবে পালনের আহ্বান জানান।