ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

ফাইল ছবি

আজ রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা—এই পাঁচ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির প্রভাবে দু-এক দিন তাপমাত্রা ওঠা-নামা করবে\

বৃষ্টির আগে স্বাভাবিকভাবে রাতের তাপমাত্রা বৃদ্ধি পায়। বৃষ্টির পর কিছু স্থানে তাপমাত্রা কমে আসবে। আবার মেঘের কারণে দিনে সূর্যের তাপ কম থাকবে। ফলে সে সময় রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাবে।

শনিবার পটুয়াখালীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।  পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

রবিবার দিনের ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। সোমবার রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরের পাঁচ দিনে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।