ছবি: সংগৃহীত
জিকু হাসান, ঝিনাইদহ: ঝিনাইদহে সাংবাদিক মাহমুদুল কবির নয়নের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের আরাপপুরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সাংবাদিক স্বপন মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এমএ কবীর, শারমিন আরা, রাজিব মাহমুদ টিপু,নাসিরুল হক, শামস আরেফিন অনুসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা।
বক্তারা বলেন, জেলাজুড়ে সাংবাদিকদের উপর দমন-পীড়নসহ নানা ধরনের হয়রানি করেই চলেছে দুবৃর্ত্তরা। প্রশাসন নামমাত্র তাদের ধরলেও সীমিত সাজা দিয়ে থাকেন। অনতিবিলম্বে সাংবাদিক নয়নের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচী দেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় শহরের চাকলাপাড়া এলাকায় মাদক সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হন সাংবাদিক মাহমুদুল কবির নয়ন।