ফাইল ছবি
শাহরিয়ার হাসান: বাঙালি সব অর্জন করেছে ত্যাগের মাধ্যমে। বারবার আঘাত আসার পরও এ জাতি ঘুরে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় দেশ ও মানুষের জন্য যারা নিবেদিত হয়ে কাজ করছে, সেসব ত্যাগি মানুষদের খুঁজে বের করার জন্য সকলের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী।
একুশজন বিশিষ্ট ব্যক্তির হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৪ তুলে দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাঙালির সকল অর্জনই ত্যাগের বিনিময়ে এসেছে,বারবার আঘাত আসার পরও এ জাতি ঘুরে দাঁড়িয়েছে।
একুশের চেতনা ও আদর্শকে লালন করে বাঙালিকে আত্নমর্যাদা সমুন্নত রেখেই বিশ্ব দরবারে মাথা উঁচু করেই চলার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।
ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে এদেশ, মন্তব্য করে সরকার প্রধান বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সকলেই যাতে এগিয়ে যেতে সে লক্ষে কাজ করছে সরকার।