গ্লোবাল টিভি ছবি
শাহরিয়ার হাসান: বিএনপির রাজনীতিতে মিথ্যাচার দৈনন্দিন অপরিহার্য বিষয় মন্তব্য করে আওমী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের নেতারাও নিয়মিত মিথ্যাচার ও পাগলের প্রলাপ ছড়ায়।
সোমবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর জার্মান সফর প্রসঙ্গে তিনি বলেন, সিকিউরিটি সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ গ্রহণের ফলে এদেশের গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে।
এসময় তিনি বলেন, সীমান্তে কিছুটা নিরাপত্তার ঝুঁকি থাকলেও সিমান্ত রক্ষায় বাংলাদেশ সদা জাগ্রত।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি সাথে জনগণ কিংবা নেতাকর্মী কেউ নেই, কিন্তু বিরোধীদল হিসেবে টিকে থাকতে কথামালার চাতুরি ছড়ায়।