ছবি: সংগৃহীত
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : চট্টগ্রাম থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র কিনেছেন মুক্তিযুদ্ধকালীন সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত , মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবনদানকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট মেয়ে ফাতেমা আমিন।
ফাতেমা আমিন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্ধীতার জন্য চতুর্বারের মত মনোনয়ন পত্র সংগ্রহ করলেন।
তিনি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। তিনি পেশায় একজন শিক্ষক, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কর্মরত আছেন।
বীরশ্রেষ্ঠ কন্যা ফাতেমা আমিন গ্লোবাল টিভি অনলাইনকে বলেন, এই পর্যন্ত আমি টানা চার বার মনোনয়নপত্র নিয়েছি। আপনারা জানেন, আমার বাবা বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, যিনি এদেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন। আমার বাবার রক্তের বিনিময়ে অর্জিত এদেশ। সেদেশে আমরা কতটুকুই বা মুল্যায়িত হয়েছি? ছোটবেলা থেকে বাবা হারা সংসারে অভাবের মধ্যেই মানুষ হয়েছি,অনেক কষ্টে পড়াশুনা করে আজ সম্পূর্ণ নিজের চেষ্টায় এই পর্যন্ত এসেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই সবকিছু। তিনি এবার আমাকে নিরাশ করবেন না, আমার আস্থা আছে।