নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান গ্লোবাল মিউজিক-এর ২০০তম পর্ব প্রচারিত হলো বৃহস্পতিবার। রাজধানীর তেজগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ কেটে বর্ণাঢ্য এই বিশেষ আয়োজনের উদ্বোধন করেন। প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনসহ সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীরা এসময় উপস্থিত ছিলেন।
গ্লোবাল টেলিভিশনের পরিচালক আহমেদ হোসেন, প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজাসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২২ সালের ৩০ জুন গ্লোবাল টেলিভিশনের সম্প্রচার শুরুর দিন থেকেই প্রতিষ্ঠানটির সরাসরি সম্প্রচারিত হয়ে আসছে গ্লোবাল মিউজিক অনুষ্ঠান। প্রথমে রাত ১১টায় এবং পরবর্তী সময়ে রাত ১০টা ৩০ মিনিটে প্রতি বৃহস্পতি ও শুক্রবার নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। প্রায় দেড় বছর ধরে দেশবরেণ্য শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
সেইসাথে অনুষ্ঠানটিতে দর্শকরাও অংশগ্রহণ করেছেন টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সারা দেশ থেকে তাদের ফোনকল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিউজ ও ওয়াচ টাইম প্রমাণ করে, এরই মধ্যে অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে।
অনুষ্ঠানটি সফলতার সাথে তার ২০০তম পর্ব সম্প্রচার করলো। এপর্যন্ত অংশগ্রহণকারী শিল্পীদের অংশগ্রহণে ছিলো আড্ডা, ফান এবং সঙ্গীতের মূর্ছনা। রাত ৮টা ৩০ মিনিটে শিল্পীদের সাথে নিয়ে কেক কেটে এর উদ্বোধন করেন গ্লোবাল টেলিভিশনের মো. হারুনুর রশিদ।
এরপর রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত চলে জমজমাট আড্ডা ও ফান। সেইসাথে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্রাবণ্য তৌহিদা, তাসনুভা মোহনা এবং মিম চৌধুরী। পুরো আয়োজনটি গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানটির গ্রন্থণা, পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে আছেন ইমরান আলী। প্যানেল প্রযোজনায় আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং মো. রফিকুল ইসলাম।