ছবি: গ্লোবাল টিভি
রাকিবুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রী সেলসিয়াস। উত্তরের এ জেলায় ঘন কুয়াশা ও হিম বাতাসের সংমিশ্রণে দাপট ধরে রেখেছে শীত। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত,ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দেখা মেলেনি সূর্যের। এমন পরিস্থিতিতে দিনাজপুরে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন নারী উদ্যোক্তারা ।
মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের লালবাগ এলাকায় আল-মারকাযুল ইসলামী আস সালাফী (কাওমী মাদ্রাসা) শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হন দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ পরিচালকরা। এসময় এসব শীতবস্ত্র পেয়ে খুশি হন শিক্ষার্থীরা।
শীতবস্ত্র তুলে দেন দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের এডমিন মোসলেহা মলি। উপস্থিত ছিলেন গ্রুপেল মডারেটর জাকিয়া বিশ্বাস সিম্মি, সুবর্ণা রায়, আল বানী ইসরাইল বৃষ্টি, রাদীতা আনাবী, খন্দকার সানজিদা জামান, নুর রহমান নুর, মনিরা উদ্দিন, শিউলী ইসলাম, শামীম পারভেজ, হৃদয় প্রমুখ।
এসময় বক্তারা কনকনে এ শীতে যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।