ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

রায়পুরায় নির্বাচন পরবর্তি সহিংসতায় বাড়িঘর ভাংচুর, লুটপাট

রায়পুরায় নির্বাচন পরবর্তি সহিংসতায় বাড়িঘর ভাংচুর, লুটপাট

ছবি: গ্লোবাল টিভি

মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী: নরসিংদীর রায়পুরায় নির্বাচন পরবর্তি সহিংসতায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট কারার অভিযোগ উঠেছে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী রাজিউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে লড়াই করে পরাজিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।

আহতদের স্বজনরা জানান, পরাজিত মিজানুর রহমানের হুকুমে নির্বাচন পরবর্তি সহিংসতায় উপজেলার উত্তর বাখরনগর এলাকায় নৌকার সমর্থকদের ৬টি বাড়ি ও একটি দোকান ভাংচুরসহ গবাদি পশু নিয়ে যায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মী-সমর্থক। মঙ্গলবার উত্তর বাখরনগর এলাকায় এ ঘটনা ঘটে। 
এতে অন্তত ৪ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

ভুক্তভোগী মুজিবুর মিয়া জানান, ভোট দিতে যাওয়ার সময় ঈগল প্রতিকের সমর্থকরা তাদের বাধা সৃষ্টি করে। পরে মঙ্গলবার সকালে ঈগলের সমর্থক কয়েকজন এসে বাড়িঘর কুপিয়ে ভাংচুর চালিয়ে লুটপাট করে আনুমানিক ৫০ লক্ষ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন তারা।

স্বতন্ত্র প্রার্থী এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে রায়পুরা থানার ওসি ফিরুজ তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।