ফাইল ছবি
আবু রায়হান সরকার, নোয়াখালী: দীর্ঘ ১০ বছর ধরে ড্রাইভারবেশে আত্নগোপন থাকার পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করছে র্যাব-১১।
আসামি জহির মিয়া (৫০) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের রওশন চৌকিদার বাড়ির শফিউল্লাহ মিস্ত্রির ছেলে।
শনিবার সকালে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদক মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে আদালত যাবজ্জীবন কারাদন্ড আদেশ দেয়। তথ্য ও প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ যৌথ অভিযানে আসামিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে।