ফাইল ছবি
ঢাকা টেস্টের খেলা শুরু হয়েছে। আগের ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ আজ শনিবার শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই মুমিনুল হক সৌরভকে হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর উইকেটে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১০ রান। এবার আউট হলেন শাহাদাত হোসেন দিপু। তিনি করেন ১১ বলে ৪ রান।
এর আগে শুক্রবার বৃষ্টি বাধা কাটিয়ে খেলা মাঠে ফিরলেও পুরোপুরি হয়নি। নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগাররা ৩৮ রান তুললে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এর পর আর খেলা শুরু হয়নি, বিকাল ৪টা ১২ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
এর আগে শুক্রবার ৩০ রানের লিড নেয় বাংলাদেশ। জাকির হাসান ১৬ রানে অপরাজিত। রানের খাতা খোলার অপেক্ষায় মুমিনুল হক।
টিম সাউদির অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভের মতো করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে করতে পারলেন না। মিড-অফে সহজ ক্যাচ নিলেন কেন উইলিয়ামসন।