ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। তিনি বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছান। পরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। দুপুর পৌনে ১টায় তিনি ঢাকার সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে রওনা হন।