ফাইল ছবি
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী: নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নুরতাজ বেগম (৬০) পৌর শহরের দক্ষিণ কান্দা পাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এস আই নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নিহত নুরতাজ বেগমকে ১০ কেজি গাজাসহ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। রাত ৩টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে তার বুক ব্যথা অনুভব করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
এদিকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগমের মৃত্যু হলেও দুপুর ১২টা পযন্ত তার স্বজনদের হাসাপাতালে দেখা যায়নি।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা: মো: পলাশ মোল্লা বলেন, চিকিৎসা দেয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তার বুক ব্যথা শুরু হয়। আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে তার হার্ট এটাক হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।