ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১ | ৭ শা‘বান ১৪৪৬

শিবচরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর দ্বায়িত্ব নিলেন ব্যবসায়ী

 শিবচরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর দ্বায়িত্ব নিলেন ব্যবসায়ী

ছবি: গ্লোবাল টিভি

এমএ কাইয়ুম, মাদারীপুরঃ মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের দরিদ্র ইয়াতিম মেধাবী সাইমার পাশে দাড়ালেন বন্দর খোলা ইউনিয়ন ব্যবসায়ী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তার হাওলাদার। 

সাইমা বন্দরখোলা  ইউনিয়নের মল্লিককান্দি গ্রামের মরহুম পান্নু মল্লিকের কন্যা। সাইমা তার এক ভাইসহ চাচির সংসারে একটি কুঁড়েঘরে বাস করে লেখাপড়া চালিয়ে আসছে। 

মঙ্গলবার সাইমার বাসায় যান তিনি। তিনি সাইমার হাতে তুলে দেন মিষ্টিসহ লেখাপড়ার খরচ  চালানোর জন্য নগদ ১০ হাজার টাকা। মুক্তার হাওলাদার সাইমার পাশে থেকে আরো সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ, যুবলীগ,  ছাত্রলীগ নেতৃবৃন্দ।