ফাইল ছবি
আবু রায়হান সরকার, নোয়াখালী: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী ৩ আসনের (বেগমগঞ্জ) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরণের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহসম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম স্বপন,বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক শামসু ও মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারী, দপ্তর সম্পাদক ইসমাইল মাস্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক টিপু প্রমুখ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে।