ছবি: গ্লোবাল টিভি
মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি: বিএনপির ডাকা সপ্তম দফা সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে খাগড়াছড়ির গুইমারায় সরকারী চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) ভোরের দিকে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে চালক মোঃ ইসহাক মিয়া (২৮) ও হেলপার মো: বেলাল হোসেন (৩৫) আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে ১৫-২০ জনের একটি দল প্রথমে রাস্তায় গাছ ফেলে ট্রাকে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে চালক ও হেলপার দুজনই আগুনে দগ্ধ হন।
আগুনে দগ্ধ চালক মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন পরিষদের খেদাছড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে মোঃ ইসহাক মিয়া (২৮)। হেলপার মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রাম এলাকার জাহিদুল হকের ছেলে বেলাল হোসেন (৩৫)।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল বোঝাই ট্রাকটি উদ্ধার করে গুইমারা থানা পুলিশের হেফাজতে নেয়।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র করের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।